চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ফিলিং ষ্টেশনে ডাকাতির ঘটনায় মূল নায়কসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার বদ্যিনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শীর্ষ সন্ত্রাসী আলি মোস্তফা ওরফে বেকা ঠান্ডু (৪৫) এবং একই উপজেলার নিধিকুন্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কবির হোসেন (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদের নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করা হয়।
জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ জানান, আটককৃত ঠান্ডু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
উলেখ্য, গত বৃহস্পতিবার রাতে জীবননগর ফিলিং ষ্টেশনে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে নৈশ-প্রহরীদের জিম্মি করে আড়াই লাখ টাকা লুট করে। গত শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সাথে বৈঠক করার পর পেট্রোল পাম্প মালিক সমিতি ৭২ ঘন্টার মধ্যে ডাকাতি হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়। দোষীরা গ্রেফতার না হওয়ায় গত সোমবার থেকে জেলাব্যাপী ফিলিং ষ্টেশনগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে।