চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় ধর্ষণের পর হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার চুয়াডাঙ্গা জেলা আদালতের বিচারক বিপ্লব গোস্বামী এই রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়ার মৃত আমিন মিয়ার ছেলে আবুল হোসেন, কেরু ক্লাব পাড়ার জাফর আলীর ছেলে স্বপন ও মোবারকপাড়ার আবু সৈয়দের ছেলে নজরুল ইসলাম নজু।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর গভীর রাতে দর্শনার মাছবাজারস্থ আবুল হোসেনের খাবার হোটেলের রাধুনী রিনা খাতুনকে (৪০) অপহরণ করে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে দর্শনা কেরু চিনিকলের মুক্তিযোদ্ধা অফিসের সামনের ড্রেনে তার লাশ ফেলে রেখে চলে যায়। ঘটনার পরদিন সন্ধ্যায় কেরুজ চিনিকলের নিরাপত্তা কর্মকর্তা গিয়াস উদ্দীন পিনা বাদী হয়ে দামুড়হুদা থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন- আবুল হোসেন, স্বপন, নজরুল ইসলাম নজু, আরিফ হোসেন, আহসান, আমজাদ হোসেন ও আজিজুর রহমান বাবু। তদন্ত শেষে দামুড়হুদা থানা পুলিশ আজিজুর রহমান বাবুকে বাদ দিয়ে বাকী ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চুয়াডাঙ্গা আদালতের পিপি আলমগীর হোসেন বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় বিচারক তিন আসামিকে যাবজ্জীবন ও দুই হাজার টাকা জরিমানা করেন এবং অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
