শ্যামলবাংলা ডেস্ক : ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনার লক্ষে নানা আয়োজনে মঙ্গলবার পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধ করার প্রত্যয়ে শুরু হয়েছিল ‘নিরাপদ মাতৃত্ব দিবস’।
মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায়, এ বছরও যথাযোগ্য মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।
বাংলাদেশে শতকরা ৬৮ ভাগ গর্ভবতী মহিলা ১টি প্রসবপূর্ব (এএসসি) সেবা এবং ২৬ ভাগ মহিলা চারটি প্রসবপূর্ব সেবা গ্রহণ করে থাকেন। গর্ভকালীন শতকরা ১৫ জন মহিলাই নানাবিধ ঝুঁকিপূর্ণ জটিলতায় ভোগেন, যা মাতৃ মৃত্যুর জন্য দায়ী।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি ও বিভিন্ন বেসরকারি সং.স্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করন। এছাড়াও বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, প্লাকার্ড ও রং বেরংয়ের ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে।