ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে চলাচলের রাস্তা কেটে ফসলী জমি বানালো ছাত্রলীগ নেতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৬, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ

sdafff[1]রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ রামগঞ্জ পৌরসভার মডেল ডিগ্রী কলেজ সংলগ্ন সাতারপাড়া ও নন্দনপুর গ্রামে চলাচলের দুই’শ বছরের পুরানো রাস্তা কেটে ফসলী জমি বানালো কথিত ছাত্রলীগ নেতা মোঃ বাবলুর রহমান টিটু ।
প্রকাশ্যে দিবালোকে তার ভাড়াটে লোকজন দিয়ে রাস্তাটি কেটে ফসলী জমির সঙ্গে মিশিয়ে দিলেও স্থানীয় লোকজন তার ভয়ে তাৎক্ষনিক কোন প্রতিবাদ করার সাহস পায়নি। রাস্তা কাটার সময় টিটু দম্ম করে বলেন, আমি ছাত্রলীগ নেতা বিগত জোট সরকারের আমলে বিএন পি নেতা কর্মীদের অত্যাচারে এলাকা ছাড়া হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর নয় । আমার জমিতে রাস্তা হয়েছে এখন আমি রাস্তা কেটে দখল নিয়েছি । এতে কারো কোন সমস্যাতো দেখছিনা । এ ব্যাপারে ঐ এলাকার বাসিন্দারা রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহ্মদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
জানা গেছে, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের পশ্চিম পাশ দিয়ে গত দুই’শ বছর আগে স্থানীয় অধিবাসীরা চলাচলের জন্য এ রাস্তাটি নির্মান করেন। সাতার পাড়া, নন্দনপুর ও অন্য গ্রামের লোকজন সহ মডেল ডিগ্রি কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। বিগত জোট সরকারের আমলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এ রাস্তাটি সরকারী অর্থ বরাদ্ধ দিয়ে ইটের সলিং করে দেন। এ ছাড়াও সরকারী বরাদ্ধের অর্থ দিয়ে সংযোগ রাস্তায় খালের উপর সাঁকো সরিয়ে একটি ব্রীজ নির্মান করা হয়। ব্রীজ হওয়ার সাথে সাথে স্থানীয় লোকজন সড়কের দুই পাশে কাচাঁ পাকা বাড়িঘর নির্মান করে বসবাস করেছেন। গত শনিবার আকস্মিক উক্ত রাস্তাটি নিজ মালিকানা দাবী করে পৌরসভার সাতারপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মোঃ বাবলুর রহমান টিটু নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সলিংকৃত রাস্তাটি ব্রীজের সামসে থেকে তার ভাড়াটে লোকজন দিয়ে কেটে ফসলী জমির সাথে মিশিয়ে দেয় । স্থানীয় গ্রামবাসীরা তার এমন কর্মকান্ডের প্রতিবাদের ভাষা হারিয়ে পেলে।
পরে স্থানীয় লোকজন একত্রি হয়ে পৌর মেয়র বেলাল আহম্মেদের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পৌর মেয়র স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল খায়ের ভূইয়াকে বিষয়টি তদন্ত করে সমাধানের দায়িত্ব দেন। বর্তমানে শত শত মানুষ তাদের একমাত্র চলাচলের রাস্তাটি কেটে ফসলী জমির সাথে মিশিয়ে দেয়ায় চরম বিপাকে পড়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা বাবলুর রহমান টিটু রাস্তাটির মালিকানা দাবী করে বলেন, আমার সম্পত্তিতে আমি ব্রীজ করেছি,রাস্তাতে সলিং করেছি, এখন আমার ফসলী জমির প্রয়োজন তাই আমি রাস্তা কেটে ফসলী জমি বানিয়েছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু জানান, টিটু ছাত্রলীগ নেতা। কোন পদে আছেন এ প্রশ্নের জবাবে তিনি জানান সব নেতার পদ থাকতে হবে এমনতো নয়। এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনে উর্ধতন কর্তৃপক্ষ ও স্থানীয় সাংসদ লায়ন এম এ আউয়ালসহ গন্যমান্য ব্যক্তিদেরকে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আইনুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী করেন ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!