স্টাফ রিপোর্টার : বিসিবি’র আয়োজনে দেশের ১৬ টি ভেন্যুতে ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হয়েছে। ২৫ মে রবিবার শেরপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় গাজীপুর জেলা দলকে ৭৯ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে ময়মনসিংহ জেলা দল। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুর ভেন্যুতে ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও জামালপুর জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্ধারিত ৫০ ওভারের খেলায় ময়মনসিংহ জেলা দল সকালে টস জিতে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ১৪১ রানে অলআউট হয়। জবাবে গাজীপুর জেলা দল ২৩.৪ ওভারে মাত্র ৬২ রান তুলে অলআউট হলে ময়মনসিংহ জেলা ৭৯ রানের জয় পায় ।
সংক্ষিপ্ত স্কোর : ময়মনসিংহ জেলা-১৪১/১০, ৪২.১ ওভার (রায়হান আনাস ৩১, আরিফুর রহমান ২৭, সালেহাীন আরাফাত ১৬, অতি: ১৬, ফরিদ ৩/১৪), লিটন ২/১৯। গাজীপুর জেলা-৬২/১০, ২৩.৪ ওভার ( মাসুদুর রহমান ১০, লিটন চন্দ্র ১০, অতি: ৮, মোসাদ্দেক হোসেন সৈকত ৪/১৩, মোজাম্মেল হোসেন ৩/৮)। ফলাফল : ময়মনসিংহ জেলা ৭৯ রানে জয়ী।