গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যদের কর্মশালার অংশ হিসেবে মাঝপাড়া কমিউনিটি ক্লিনিকের সার্পোট গ্রুপের সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার দুুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যদের অংশ গ্রহনে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ কে এম মতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, সেকমো আজহারুল ইসলাম, মাঝপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জোবায়দা গোলসান আরা, ইপিআই টেকনিশিয়ান মাজহারুল ইসলাম বাদশা, বজলুর রশিদ, মৌসুমী প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনটি সার্পোট গ্রুপের ৫১জন সদস্য অংশ গ্রহন করেন।
