লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : জামালপুর জেলার ইসলামপুর পাবলিক হল প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উপলক্ষ্যে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবৗ নেওয়াজ খান লোহানী বিপুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ব্য়াক আব্দুল ওয়াহাব মাষ্টার, আওয়াল খান লোহানী, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী, মিজানুর রহমান খান শাহীন, মাহমুদ হাসান কবির মঞ্জিল, রেজাউল করিম ঢালী, হেলাল উদ্দিন, বাবলু মন্ডল, হাফিজুর রহমান, আলী হোসেন, ডলি আহমেম্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, যুবদল নেতা আতিকুর রহমান শাহীন, পৌর কাউন্সিলর আনিছুর রহমান, ছাত্র নেতা নাজিম হোসেন নোমান, সুমন মিয়া প্রমুখ। সভায় ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার তৃণমূল পর্যায়ের ৫সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেনৃ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভি গত ১২মে ইসলামপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।