নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশেস্থ প্রতিনিধির একটি দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তপল্লী পরিদর্শন করেছেন। ২১মে বুধবার দুপুরে উপজেলার দাওধারা গ্রামে গ্রাম ভিত্তিক সংগঠন (ভিবিও) এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধি মাইক রবসন ও প্রোগ্রাম অফিসার সাদ উইলবার্স।
এছাড়াও সহকারী এফএও প্রতিনিধি নূর এ খন্দকার, জাতীয় প্রকল্প সম্বনয়কারী মোজাম্মেল হক, প্রকল্প পরিচালক মতিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফ ইকবাল, নালিতাবাড়ী সিডিএফের মোঃ রফিকুল ইসলাম, অখিল রঞ্জনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।