মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ভুট্টা চাষের মাত্রা বেড়েই চলেছে। স্বল্প খরচ ও কম শ্রমে বেশী ফলন হওয়ায় কৃষকদের আস্থা সৃষ্টিতে সক্ষম হয়েছে ভুট্টা। চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এ ফসল চাষে কৃষকদের আস্থার মাত্রা কয়েকগুন বেড়ে গেছে।
জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৬০০ বিঘা বা ৮০ হেক্টর জমিতে কৃষকরা ভুট্রার চাষাবাদ করেন। গত মৌসুমে এখানে ৫২৫ বিঘা বা ৭০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়। এবার ৭৫ বিঘা জমিতে চাষাবাদ বৃদ্ধি পায়। ভুট্টা চাষীরা জানান, ভুট্টার ফলন হচ্ছে প্রতিবিঘা জমিতে গড়ে ২৫ মণ করে। উল্লেখযোগ্য খরচ ছাড়াই স্বল্প শ্রমে এত বেশী ফলন হওয়ায় চাষীরা বেজায় খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম জানান, ভাল ফলন এবং বাজারে উচ্চ মূল্যের কারণে কৃষকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ভুট্টার আবাদ। এ ফসল চাষে কৃষকরা অতীতে অমনযোগী থাকলেও বর্তমানে ভুট্টা চাষে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে। কৃষি কর্মকর্তা জানান, এ ভুট্টা নিকট ভবিষ্যতে কৃষিতে বিপ্লব বয়ে আনতে পারে।