নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ৩০ বছরের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে কে বা কাহারা এই অজ্ঞাতনামা যুবকে পিটিয়ে হত্যা করে পলাশ সানেরবাড়ি এলাকার গরুর হাটের পাশে কাঠবাগানের ভিতরে ফেলে রেখে যায়। পরবর্তীতে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পলাশ থানার ওসি তদন্ত সাইদুল উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন জানান যে, কে বা কাহারা যুবকটিকে মার্ডার করে ফেলে রেখে যায়। আমরা চেষ্ঠা করছি এ হত্যার রহস্য উদঘাটন করতে। সর্বশেষ তথ্যমতে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায় লাশটির পরিচয় ও হত্যাকারির সন্ধ্যানের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত লাশটি পুলিশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন।