মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি মামলায় ২ বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি ফারুক আহমদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ফারুক পাইব গ্রামের জমির আহমদের ছেলে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
