মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ভাষানকুড়া গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় স্কুল ছাত্রী অপহরনের ঘটনা ঘটেছে। ওই স্কুল ছাত্রী ভাষানকুড়া গ্রামের জাহের আলীর মেয়ে । নিজ বাড়ি থেকে একই গ্রামে নানার বাড়িতে যাবার পথে ওই স্কুল ছাত্রীটিকে একই গ্রামের লম্পট আলী উসমানের নেতৃত্বে কতিপয় বখাটে অপহরন করে আবদুল খালেক মুন্সীর বাড়িতে নিয়ে আটক করে রাখে । এ সময় অপহৃতার আর্ত চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে অপহরনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
জানা গেছে, ভাষানকুড়া গ্রামের জাহের আলীর মেয়ে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে একই গ্রামে নানার বাড়িতে যাবার পথে একই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র লম্পট আলী উসমানের নেতৃত্বে আবুল হোসেন, হেলাল, বক্কার, আল আমিনসহ বেশ কয়েকজন আছমা আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে আবদুল খালেক মুন্সীর বাড়িতে আটক করে রাখে। এ সময় অসহায় মেয়েটির আর্ত চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে অপহরনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
অপহৃতার পিতা জাহের আলী বলেন, একই গ্রামের আবদুল খালেক মুন্সীর নির্দেশে সদ্য এস.এস.সি পাশ করা তার মেয়েকে ওইসকল বখাটেরা অসৎ উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়।
কলমাকান্দা থানার এস.আই মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরনের ঘটনায় জড়িত বকাটেদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।