আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ময়মনসিংহ শহরে পোনা মাছ বিক্রি করে বাড়ী ফেরার পথে প্রতাপ শাহা (৫১) নামের এক পোনা ব্যবসায়ী অজ্ঞান পাটির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মারাত্বক অসুস্থ্য অবস্থায় গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানাযায়, নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের শ্রী প্রতাপ শাহা পোনা মাছ ব্যবসায়ী গত কয়েক দিন পূর্বে বিক্রির উদ্দেশ্যে পোনা মাছ নিয়ে ময়মনসিংহ শহরে যান। সেখানে মাছ বিক্রি করে গত মঙ্গলবার বিকেলে বাড়ীর ফেরার উদ্যেশে বাস যোগে এলেঙ্গা পৌঁেছ। এরপর রংপুর অভিমুখে াাসা একটি ট্রাকে বগুড়ার উদ্যেশে আসেন।
বগুড়ায় আসার পথে ট্রাকের উপড় অজ্ঞান পাটির খপ্পরে জ্ঞ্যান হারিয়ে ফেললে তার নিকট থেকে মাছ বিক্রির নগদ ৭৬ হাজার টাকা, একটি সোনার আংটি ও একটি মোবাইল ফোন সেট সহ কৌশলে সর্বস্ব হাতিয়ে নিয়ে বগুড়ার মহাস্থান এলাকার একটি ব্রীজের নিকট অজ্ঞান অবস্থায় প্রতাপকে ফেলে রেখে যায়। পরদিন বুধবার দুপুরে স্থানীয় লোকজন মোবাইল ফোনে তার বাড়ীতে সংবাদ দিলে তাকে মারাত্বক অসুস্থ্য ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা আদমদীঘি হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
