শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সরাসরি চাউল কল মালিকদের কাছ থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে শেরপুরের শ্রীবরদীতে। এ উপলক্ষ্যে ২১ মে বুধবার সকালে ৯০ জন চাউলকল মালিকদের সাথে চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক ৩ হাজার ৬শ ৫১ মেট্রিক টন চাউল – ৩১ টাকা দরে, ৫ হাজার ৫৪ মেট্রিক টন ধান ২০ টাকা দরে ক্রয় করা হবে। একটি চাউল কল মালিকের কয়েক মেট্রিক টন চাউল দিয়ে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো:আব্দুল বাতেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ও উপজেলা খাদ্য গোদামের ওসিএলএসডি কামরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও চুক্তিকৃত চাউল কল ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
