শ্যামলবাংলা স্পোর্টস : বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি করলেন লিওনেল মেসি। সোমবার ন্যু ক্যাম্পে প্রেসিডন্ট হোসেপ মারিয়া বার্তোম্যুর উপস্থিতিতে কাগজপত্রে সই করেন তিনি। আগামী মৌসুম থেকে প্রতি বছর ১৬.৩ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন আর্জেন্টাইন তারকা। এতে করে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন মেসি। ইংল্যান্ডের সবচেয়ে বেশি বেতন পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনিও পেছনে পড়ল মেসির। ইংলিশ তারকা নতুন চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫.৬ মিলিয়ন পাউন্ড পান। আর রোনালদো পান ১৫ মিলিয়ন পাউন্ড।
গত সপ্তাহে কাতালান ক্লাবটি জানায়, কিছুদিনের মধ্যে মেসি নতুন চুক্তি করবে। রোসারিওতে জন্ম নেওয়া তারকা শেষ পর্যন্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুক্তিতে সই করলেন।