জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। ২১ মে বুধবার সকাল ১১ টায় ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভুমি এবিএম এহছানুল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখী, উপজেলা আওয়ামীগের সাধারন সাইফুল ইসলাম বিজয়, প্রেসক্লাবের সভাপতি সরওয়ার জামান রতন। মেলায় ১৫ স্টল স্থান পেয়েছে।