আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া কতৃক অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ জিরা সহ আবুল কালাম আজাদ (২৭) ও সান্তাহার ফাঁড়ির ফেনসিডিল সহ ঝর্না বেগম (৩০) নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত আবুল কালাম আজাদ সান্তাহার হার্ভে স্কুল মোর এলাকার আশরাফ আলীর গামার ছেলে ও ঝর্না বেগম ইয়ার্ড কলোনীর জুয়েল হোসেনের স্ত্রী। এ ব্যাপরে আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিক্তিতে ৪ এপিবিএন”র বগুড়ার সহকারী পুলিশ সুপার গোলাম সরওয়ার ভুইয়ার নেতৃত্বে পুলিশ আদমদীঘির ছাতিয়ানগ্রাম মেসার্স এ.এন্ড.এসকো ইটের ভাটার নিকট জয়পুরহাট থেকে সান্তাহার অভিমুখে আসা ঢাকা মেট্রো জ-৩৪৬৫ নম্বর সাফায়েত নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪টি বস্তায় রাখা ৫০ হাজার ১ শত টাকা মূল্যের ১৬৭ কেজি ভারতীয় জিরা সহ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। এছাড়া একই সময় সান্তাহার ফাঁড়ি পুলিশ সান্তাহার চা-বাগান মসজিদ গেটের সামনে থেকে শরীরে ফিটিং করে বহন কালে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার সহ ঝর্নাকে গ্রেফতার করে।

বগুড়ার আদমদীঘিতে ব্যবসায়ীর ট্রাক চুরি
রবিবার দিবগত গভীর রাতে বগুড়ার আদমদীঘিতে আব্দুস ছাত্তার নামের এক চাতাল ব্যবসায়ীর ডালম্বা মেসার্স মন্ডল চাল কল গ্যারেজ থেকে ৫ টন ওজনের একটি ট্রাক চুরি গেছে। এ ব্যাপারে ট্রাকের মালিক আব্দুস ছাত্তার মন্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান ট্রাক উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
জানাযায়, ঢাকা মেট্রো ট-১৬-২৩৭৪ নম্বর হলুদ বডি নীল ট্রাকের গায়ে মেসার্স মন্ডল চাল কল ও মোবাইল ০১৭১২-৯৩৯৩৮৪ লেখা ট্রাকটি প্রতি দিনের ন্যায় গত রবিবার বিকেল ৫ টায় ওই গ্যারেজে রেখে চালক বাড়ীতে যায়। ভোর রাতে মালিক জানতে পারেন ট্রাক উল্লেখিত স্থান থেকে চুরি যায়। চুরি যাওয়া ট্রাকের মূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে মালিক জানান।

আদমদীঘির আকাশ কে বাঁচাতে এগিয়ে আসুন
বগুড়ার আদমদীঘির পার্শ্ববর্তি এনায়েতপুর গ্রামের দিন মজুর আব্দুল জলিলের একমাত্র কিশোর পুত্র আকাশ (১৭) ব্লাড ক্যান্সারে আকান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে তার দরিদ্র পিতা সন্তানের সুচিকিৎসা করাতে পারছেনা। আকাশ কে প্রথমে নওগাঁ ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা করানোর পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার এই জটিল রোগ ধরা পরে। বর্তমান সে প্রায় দেড় মাস যাবত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানান আকাশ কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগে ভর্তি করে উন্নত চিকিৎসা করা গেলে ভাল করা সম্ভব। এ জন্য প্রায় ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা এই দরিদ্র পরিবারের জোগার করা কোন ক্রমেই সম্ভব নয়। তাই তার দরিদ্র পিতার আকুল আবেদন দেশের প্রধান মন্ত্রী সহ সকল বিত্তবানদের আর্থিক সাহায্য সহযোগীতা পেলে মৃত্যু পথযাত্রী অসুস্থ আকাশ কে বাঁচানো সম্ভব। তাকে অগ্রণী ব্যাংক বোয়ালিয়া শাখা, নওগাঁ ১০০১০০৬৮ হিসাব নম্বরে সাহায্য পাঠানোর আহবান করেছেন।
