আখচাষীদের পাওনা-১৩ কোটি ৪৭লক্ষ- শ্রমিক কর্মচারীদের প্রায় ২ কোটি টাকা বকেয়া

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর চিনিকলের ২০১৩-১৪ আখ মাড়াই মৌসুমের আখ বিক্রয়ের পাওনা ১৩ কোটি ৪৭ লক্ষ টাকার দাবীতে আখচাষীরা চিনিকলের প্রধান ফটোকে বিক্ষোভ সমাবেশ করেছেন। ১৯ মে সোমবার সকাল ১০টায় ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখচাষী ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,আখচাষী কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম ঝটু,মোঃ ওহিদজ্জামান বাবলু, আব্দুল হাই মিয়া,শহিদুল ইসলাম,মোস্তফা আনোয়ার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন আখচাষীদের ১৩ কোটি ৪৭ লক্ষ টাকা অবিলম্বে প্রদানের জোর দাবী করেন। চলতি মাসের মধ্যে চাষীদের পাওনা টাকা প্রদান না করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে আখচাষী নেতৃবৃন্দ হুশিয়ারী দেন। সমাবেশে চাষীরা অভিযোগ করেন মিল কর্তৃক পক্ষ নিন্মমানের ইউরিয়া সার সরবারহ করায় জমির উর্বরতা যেমন হ্রস পাচ্ছে ফলন কম হওয়ায় তেমনি ক্ষতি গ্রস্থত হচ্ছে চাষীরা। অপর দিকে ফরিদপুর চিনিকলের শ্রমিক কর্মচারীদের এপ্রিলের বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রায় ২কোটি টাকা বকেয়া রয়েছে।
