এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি প্রতিনিধিঃ ১৯ মে রবিবার শ্যামলবাংলাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে কাঠালিয়া উপজেলার ৮ গ্রাম ৪ দিন ধরে অন্ধকারে পর আলোকিত হল। কালবৈশাখী ঝড়ে গত ১৫ মে থেকে উপজেলার তালগাছিয়া, পুর্ব ছিটকী. উত্তর ছিটকী. পশ্চিম ছিটকী, উত্তর চড়াইল, ছোট কৈখালী, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিভন্ন শ্যামলবাংলায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে দ্রুত পলী বিদ্যুৎ বিভাগ এ ৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগ চালু করে।
কাঠালিয়ায় এসএসসি পরীক্ষায় আমুয়া-চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে
এবারের এসএসসি পরীক্ষায় সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ পেয়ে কাঠালিয়া উপজেলার শীর্ষে স্থান অর্জন করেছে কাঠালিয়া উপজেলার আমুয়া-চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২জন পরীক্ষায় অংশ নিয়ে ৪১ পাস করেছে। এর মধ্যে জিপি এ-৫ পেয়েছে ১১জন, এ-গ্রেড ১৫জন, এ-মাইনাস ১৫ জন। এছাড়া কারিগরি শাখা থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৩ পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, এ-গ্রেড ১২জন। প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক জানান ধারাবাহিকভাবে প্রতি বছরেই শিক্ষার্থীরা ভাল ফল করে আসছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও এ ফলাফলে খুশি।