হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রম্মপুত্র নদে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ মে শনিবার দুপুরে উপজেলার সাহেবেরচর গ্রামের মোঃ ইদ্রিছ আলীর ছেলে মফিজুল ইসলাম (০৫) বাড়ীর পাশের ব্রম্মপুত্র নদের গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায়। অনেক খুজাখুজির পর তার পিতা-মাতা সজ্ঞাহীন অবস্থায় পুকুর থেকে উদ্বার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মফিজুলকে মৃত ঘোষণা করেন। ফুটফুটে শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
