রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮০ জন। ১৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮১জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৬%। দাখিল পরীক্ষায় জিপিএÑ৫ পেয়েছে ১৫ জন। ৫২৪জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮৯%। একশ ভাগ পাশের হার এসএসসিতে ৯টি বিদ্যালয় আর দাখিল ১৫ টি মাদ্রাসায়।