ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে হোসেন নামে এক ১২ বছরের শিশুকে আটক করেছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭ টায় ভারত থেকে ফিরে আসার সময় ৩৭৫ নং পিলারের ২০০ মিটার ভেতরে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের টহল দল তাদের আটক করে । হোসেন (১২) রাণীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
সে ১২ দিন আগে ভারতে যায় আজ ভারত থেকে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পরে।
৩০ বিজিবির গেয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ জানান,হোসেন আটকের প্রতিবাদে আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈধকের আহবান করি। বিএসএফ জানায় হোসেনকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
