ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং তরুণলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাত নেতা-কর্মী। গুরুতর আহত খোকন (২৩), আনোয়ার (২৫), সোহাগ (২১) এবং ইমাম হাছানকে (২২) চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে তরুণলীগের নেতা ইমাম হাছানকে ছাত্রলীগ কর্মীরা মারধর করে। এ নিয়ে শনিবার সকাল পৌনে ১১টায় তরুণলীগের সাংগঠনিক সম্পাদক খোকনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তরুণলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি, রড, হকিস্টিক এবং বগিদা নিয়ে চরফ্যাশন সদর রোড, কলেজ রোড এবং আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহড়া দেয় তারা।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত ১২
ভোলার কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কে দুই টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- টেম্পু চালক হিরণ (৩৫), অপর টেম্পু চালক আব্বাস (২২), জালাল (৩২), ঝিলন (২৪), সাইফুল (২৫), হালিমা (৩২), স্কুলছাত্রী কুলসুম (১২), রোকেয়া (১৩), কলেজ ছাত্র ছিদ্দিক (২২) ও রায়হান (২০)।
আহত ছিদ্দিক জানায়, কুঞ্জেরহাট থেকে তজুমদ্দিনের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী টেম্পু সকাল সোয়া ৬টায় রওনা দেয়। পরে সাড়ে ৬টার দিকে অপর দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।