মৌলভীবাজার প্রতিনিধিঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, নারী উন্নয়নে বাংলাদেশ এ সরকারের একটি রোল মডেল। বর্তমান সরকার নারী উন্নয়নে এবং সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করছে।
রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পিসি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। যার ফলে শিক্ষার মান উন্নয়নে অনেক অগ্রগতি হচ্ছে ।
বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ এম শাহাবউদ্দিন, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন প্রমুখ।
পরে স্পিকার ২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।
