পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় শনিবার জাতীয় সংসদের হুইপ উপজেলার দিবর ইউপির ছোট মহারন্দি, আকবরপুর ইউপির রাজপাড়া এবং পার্বতীপুরে ৩টি সেতুর উদ্বোধন শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনি ঘোষনা করেন।

জানাগেছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় পত্নীতলায় উপজেলার দিবর ইউপির ছোট মহারন্দি এলাকায় ২৪ লক্ষ ৯৯ হাজার ২১৩ টাকা ব্যয়ে একটি সেতু, আকবরপুর ইউপির রাজপাড়া গ্রামে ২২ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকা ব্যয়ে একটি সেতু এবং পার্বতীপুর বিলের উপর ১৯ লক্ষ ৭২ হাজার ৬ শ টাকা ব্যয়ে একটি সেতু নির্মানের উদ্বোধন শেষে বিকেলে জাতীয় সংসদের হুইফ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ডিজিটাল মেলার সমাপনি ঘোষনা করেন এবং মেলায় অংশ গ্রহনকারী ৩৫টি স্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, মোকলেছুর রহমান চৌধুরী বাবু, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখার ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, কৃষিকর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ পত্নীতলার সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ সহ
