ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন ৩৩ বছর পূর্বে বঙ্গবন্ধুর হত্যার পরে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করার কারণে মুক্তিযুদ্ধভিত্তিক সমর্থনপুষ্ট, গণতান্ত্রিক মুল্যবোধে বিশ্বাসী ও দেশের উন্নয়নের জন্য তার প্রত্যাবর্তন বড় ভূমিকা পালন করেছে। যার সু-ফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে। তিনি ১৭ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ৩৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহুত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইকথা বলেন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে ওই আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যড খান সাইফুলাহ পনির, পৌর মেয়র আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতারা বক্তব্য রাখেন।
