নরসিংদী প্রতিনিধি : সারাদেশে খুন, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধসহ খেলাফত প্রতিষ্ঠার দাবীতে গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখা আয়োজিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন খেলাফত মজলিশ নরসিংদী সভাপতি মাওলানা ইসলামই নূরপুরী, মাওলানা হাফেজ আব্দুন নূর, মাওলানা ইলিয়াছ শেরপুরী ও মাওলানা সুলতান উদ্দিন নূরী। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযিায়ী খেলাফত মজলিশের নেতাকর্মী ও সমর্থকরা বিকেল ৪ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখানে দীর্ঘ ঘন্টাকাল তারা মাববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালে বক্তাগন বলেন, আল্লাহ ও রাসুল তথা কোরআনের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবার কারনেই দেশে খুন, গুমের মত ধর্মহীন অরাজকতা শুরু হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে কোরআনের শাসন তথা খোলাফায়ের রাশেদীনের আদর্শ অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। খেলাফতের আদর্শ ছাড়া দেশের এ অরাজকতা দূর করা কোনক্রমেই সম্ভব নয়।
