টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা নবারুন সংঘের আয়োজনে ক্রিকেট টি-টুয়েনটি ফাইনাল খেলা শনিবার বিকাল ৪টায় খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। কালিহাতী মামা ভাগ্না একাদশ- খিলদা নবারুন সংঘ একাদশকে হারিয়ে বিজয়ী হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি কালিহাতী পৌর মেয়র আনছার আলী বিকম ,ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা,আলহাজ কৃষিবিদ মীর মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু ও বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা।
খিলদা নবারুন সংঘের আহবায়ক মাহমুদুল হাসান দিপুল এর সভাপতিত্বে কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহআলমের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক খ্যাতিপ্রাপ্ত মোহা.নজরুল ইসলাম, খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন,বাংড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মুছা মেম্বার,উপজেলা আ.লীগের কোষাদক্ষ মুয়াজ্জেম হোসেন মাজু , ডা.মোতালেব হোসেন, উপজেলা যুবলীগের আহব্বায়ক নুরুন্নবী সরকার,পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আবু মুহা.জিন্নাহ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মেহেদী হাসান তোহিন প্রমুখ। অতিথিরা বিজয়ীদের মাঝে একটি টেলিভিশন এবং বিজিতদের মাঝে গোল্ডকাপ তোলে দেন। উলেখ্য,১০টি ট্রীম এ খেলায় অংশ নিয়েছিল।
