বগুড়া: প্রতিনিধি : এবারের এসএসসি ও সমানের রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া সেরাস্থান অর্জন করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ ৮টি স্কুল শীর্ষস্থান দখল করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাল ফলাফলের সংবাদে স্কুল মাঠজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীর মধ্যে দেখা যায় উচ্ছাস ।
রাজশাহী বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, দ্বিতীয় স্থানে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় বগুড়া জিলা স্কুল, ৬ষ্ঠ বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ৯ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ১৩ তম এসওএস হারমেইনার স্কুল ও কলেজ, ১৪ তম পুলিশ লাইন্স স্কুল ও কলেজ এবং ২০ তম স্থান অর্জন করেছে পল্লী উন্নয়ন একাডেমি স্কুল।
জানা যায়, বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল থেকে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন। জিলা স্কুল থেকে ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫০ জন। বিয়াম মডেল স্কুলে ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। এসওএস হারমেন মাইনার স্কুলে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এছাড়া বগুড়ায়ওয়াইএমসিএ পাবলিক স্কুলে মোট ১৬০ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮৫ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। জেলার অন্যন্য স্কুল গুলোতে এবার ভাল ফলাফল অর্জন করেছে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় কাহালু উপজেলার ২৮ টি মাদ্রাসার মধ্যে ১৬ টি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। মোট পরীক্ষার্থী ৬১৬ জন,কৃতকার্য হয়েছে ৫৯৪ জন,পাশের হার ৯৬.৪২ এ প¬াস পেয়েছে ৮১ জন শিক্ষার্থী। কাহালু সিদ্দিকিয়া ফাজিল(ডিগ্রী)মাদরাসা রাজশাহী বিভাগে ৫ম স্থান অধিকার করেছে। মাদ্রাসার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে এপ্লাস পেয়েছে ২৬ জন,পাশের হার শতভাগ।