শ্যামলবাংলা ডেস্ক : ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহত ও নিখোজদের স্বজনদের আহাজারীতে মেঘনার তীরে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এমভি মিরাজ-৪ নামের লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অদূরে দৌলতদিয়ার কাছে পৌঁছানোর ঝড়ের কবলে পড়ে। লঞ্চটি ডুবে যাওয়ার সময় ৫০-৬০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ দুর্ঘটনার পর নিখোঁজ যাত্রী ও ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন, যা এখনো চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
এদিকে লঞ্চডুবির কারণ অনুসন্ধানে ইতিমধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উলেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঝড়ের কবলে পড়ে গজারিয়ার দৌলতপুরে মেঘনায় ডুবে যায় এমভি মিরাজ-৪ নামের যাত্রীবাহী লঞ্চটি। প্রায় আড়াইশ’ যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাচ্ছিল।
