ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাটে ডিজিটাল মেলা ২০১৪’র প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডিজিটাল মেলা ২০১৪’ বিস্তারিত আলোকপাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, পরিসংখ্যান অফিসার মুঞ্জুরুল ইসলাম, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা মোস্তারী বেগম, মুঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাতিন, সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর, সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের কম্পিউটার অপারেটর ও প্রশিক্ষক ফিরোজ আহমেদ, সদর ইউপি তথ্যসেবার সমন্বয়কারী সুমন আহমেদ প্রমূখ।
