গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লার একটি পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়েছে প্রতিপক্ষের লোকজনে। এ ঘটনায় শুক্রবার সকালে দ্বিতীয় দফায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো পুকুরের মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই মহল¬ার এবাদত হোসেন ঘরামী ও জহিরুল ইসলাস সজল অভিযোগ করেন, স্থানীয় জনৈক রতন ভৌমিকের কাছ থেকে তাদের ক্রয়কৃত পুকুরে তারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার ওই পুকুরে বিষপ্রয়োগ করেন পাশ্ববর্তী বাড়ির প্রবাসী টুটুল ভূঁইয়ার স্ত্রী কেয়া বেগম। পরে কেয়ার লোকজনে প্রকাশ্যে পুকুর থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ ধরে লুট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় দ্বিতীয় দফায় শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।
