ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে প্রতারক হুজুরের খপ্পরে ৪ বৃদ্ধা : খোয়া গেল বয়স্কভাতার উত্তোলিত ৩৬শ’টাকা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ
রাণীনগরে প্রতারক হুজুরের খপ্পরে ৪ বৃদ্ধা : খোয়া গেল বয়স্কভাতার উত্তোলিত ৩৬শ’টাকা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক প্রতারক হুজুরের খপ্পরে পরে বয়স্কভাতার উত্তোলিত ৩৬শ’টাকা খোয়া গেছে চার বৃদ্ধার। দানের ৫ হাজার টাকা পাওয়ার লোভে পরে ঐবৃদ্ধারা টাকা গুলো খোয়া দেয়।
বৃদ্ধা এলেজা বেওয়া জানান, বুধবার বিকেলে রাণীনগর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার ৪ মাসের ৯ শত টাকা করে উত্তোলন করেন। এসময় এক হুজুর এসে তাদের জানায় আমার ভাবী ৫ হাজার টাকা রাস্তায় পেয়েছে । টাকাগুলো গরীব বয়স্কলোকদের দান করবেন, আপনারা আমার সাথে চলেন। এই কথা বলে একটি ভ্যানযোগে ওই চার বৃদ্ধাকে রাণীনগর হাসপাতাল চত্বরে নিয়ে যায়। কিছু পরে হুজুর জানায় তার ভাবী নামায পরছে। আর কিছু পর বৃদ্ধাদের জানায় ভাবীর কাছে খুচরা টাকা নেই । আপনাদের কাছে যা টাকা আছে আমাকে দেন। আমি ভাবীর কাছ থেকে টাকা নিয়ে আসি। হুজুরের কথায় স্বরল বিশ্বাসে দানের ৫ হাজার টাকা পাওয়ার লোভে চার বৃদ্ধা তাদের উত্তোলিত ৯শত টাকা করে ৩৬শত টাকা হুজুরের হাতে তুলে দেয়। এর পর সন্ধ্যা পর্যন্ত বসে থেকেও হুজুর আর ফিরে আসেনি। পরে হাসপাতাল গেটের ঔষধের দোকানিরা টাকা তুলে চার বৃদ্ধাকে বাড়ী পৌছে দেয়ার ব্যবস্থা করেন। প্রতারণার স্বীকার চার বৃদ্ধা উপজেলার বড়গাছা পূর্ব পাড়ার এলেজা, মাজেদা, জহুরা ও জানেরা বেওয়া বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!