বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে লেভেল-০২ এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রশাসনের ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

জানা গেছে, লেভেল-০২, সেমিস্টার-০১ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরনের জন্য ১,৭৮০ টাকা নির্ধারন করা হয়েছে যা পূর্বে ছিল ৩৮০ টাকা। এর প্রতিবাদে সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে লেভেল-০২ এর শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসন ভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
গণস্বাক্ষর কর্মসূচি পালনকালে তাদের সাথে কথা বলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খন্দকার জহিরুল হক। তিনি বলেন, সেমিস্টার ফি বিষয়ে আগামী ২১ মে একাডেমিক কাউন্সিলের মিটিং হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ছাত্র বিষয়ক উপদেষ্টার কথায় ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
