নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের গবেষনা ও উন্নয়ন সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত ১৪ই মে বিকেল সাড়ে ৩টায় নন্দীগ্রাম পৌর এলাকার আমিন নগরস্থ সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের গবেষনা ও উন্নয়ন সেন্টার উদ্বোধন কারেন, সিনজেনটা ইন্ডিয়া লিমিটেডের দক্ষিণ এশিয়ার গবেষনা ও উন্নয়ন প্রধান ডা. সারজুয়ান মানহাজ। সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, ডা. সারজুয়ান মানহাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের ডিজি জীবন কুষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনজেনটা ইন্ডিয়া লিমিটেডের দক্ষিণ এশিয়ার গবেষনা ও উন্নয়ন আপরেশন লিড গুরুরাজ কুলকার্নী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশিদ রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের গবেষনা ও উন্নয়ন প্রধান মাহাবুব রহমান।
