সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিদ্যালয়ে উপস্থিতকালীন সময়ে বিশেষ কারনে ছাত্রীদের ঝরে পড়া রোধকল্পে সাপাহার ব্র্যাক ওয়াস কর্মসূচী ও বিদ্যালয়ের যৌথ অর্থায়নে ছাত্রীদের জন্য আলাদা ল্যাট্রিন এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুর ২টায় উপজেলার ওড়নপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাষ্টার, তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী, ব্র্যাক ওয়াশ কর্মসুচীর ম্যানেজার, মোঃ সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ প্রমুখ। এলাকার শিক্ষানুরাগী মহলের ধারনা প্রতিটি বিদ্যালয়ে এ রুপ ছাত্রীদের জন্য আলাদা বিশেষ ল্যাট্রিন নির্মিত হলে বিদ্যালয়ে ছাত্রীদের অনুপস্থিতির হার অনেকাংশে হ্রাস পাবে।
