গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর ইউসুফ আলী কলেজে অর্নাস কোর্স চালু হয়েছে। এই অর্নাস কোর্সে ২০১২-১৩ শিক্ষাবর্ষে গত ২০১২ সালের ১৯ নভেম্বর দুটি বিভাগ (বাংলা ও ব্যবস্থাপনা) অনুমোদন লাভ করে। এর পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২০১৪ সালের ২২ ফেব্রয়ারি রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম অনুমোদন লাভ করে। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২৮ জন সমাজকর্ম বিভাগে ১৯ জন বাংলা বিভাগে ১৯ জন ব্যবস্থাপনা বিভাগে ৩২ জন শিক্ষার্থী অধ্যায়নরত অবস্থায় রয়েছে। গত ১০ মে আফতাব উদ্দিন কলা ভবনে জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে অত্র কলেজের অর্নাস কোর্স এর উদ্ধোধন করেন। এবং গত সোমবার এমপি গোলাম মোস্তফা বিশ্বাস এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চ শিক্ষিত হওয়ার সুবাদে তিনি ঐ অর্নাস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের অধ্যাপনা করেন। রহনপুর ইউসুফ আলী কলেজে অর্নাস কোর্স চালু হওয়ায় অত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলা ও নওগাঁ জেলার আংশিক শিক্ষার্থী এই কলেজে অর্নাস পড়ালেখা করার সুবিধা পাবে।
