ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে নিজ ঘর থেকে হাসান আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দক্ষিন ফ্যাশন গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান আলী একই গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, হাসান আলী পরিবারের অন্য সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ বৃদ্ধে লাশ উদ্ধার করে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় বৃদ্ধের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
