এম,লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদীতে জসিম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৩ মে মঙ্গলবার বিকালে শহরতলীর ঘোড়াদিয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটায়। নিহত জসিম সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের অভিযোগ, বিকালে কয়েকজন বন্ধু জসিমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা বাসার অদূরে জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা জসিমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ দিকে এ হত্যার প্রতিবাদে নিহতের স্বজনরা অভিযুক্তদের দুটি বাড়ী ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিলে পাশ্ববর্তী আরো চারটি বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
