মাফুজা আফরিন মনি কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বুধবার দুপুরে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দ্বিলীপ চন্দ্র দাস, ওসমান গনি ও আব্দুর রহিম।
