ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৩, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা  : ঠাকুরগাঁয়ের  বালিয়াডাঙ্গী থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় থানা সম্মেলন কক্ষে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। সভায় বালিয়াডাঙ্গী থানা অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেসমিন বিউটি, পাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিল্লুর রহমান, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নূপুর, শহীদুল্রাহ মাষ্টার, নারী নেত্রী ফজিলা বেগম, হুসনেরা বেগম, আফরোজা বেগমসহ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ওপেন হাউজডে অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সংবাদকর্মীরা বক্তব্যকালে উল্লেখ্য করেন উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির প্রবণতা ব্যাপক বৃদ্ধির পাশাপাশি এলাকার কয়েকটি চিহ্নিত পয়েন্টে মাদকব্যবসা ও জুয়াখেলা চলছে। ওই জায়গাগুলি উল্লেখ করে মাদকব্যবসায়ী ও জুয়ারুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

Shamol Bangla Ads

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ে রোগী ও তাদের পরিবারের লোকজনের অভিযোগ উঠেছে ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের রুহুল আমিনের তিন বছরের পুত্র সন্তান ইমরান আলী ডায়রিয়া রোগে আক্রান্ত হলে তাকে নিয়ে তার বাবা  সোমবার রাত সাড়ে ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে এলে এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল সহকারী ডা. মাহাবুব আলম ডায়রিয়া আক্রান্ত শিশুর প্রাথমিক চিকিৎসা পত্র লিখে দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে অলিখিত নিয়োজিত উজ্জল নামে সেচ্ছাসেবক ডায়রিয়া আক্রান্ত শিশু ইমরান আলীকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। যাহার ভর্তি রেজিষ্টার খাতার রেজি নং ২৪৪৭/১৪। ভর্তির সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ দুইজন সংবাদকর্মীর উপস্থিতিতে হাসপাতালের জরুরী বিভাগে অবস্থানরত সেচ্ছাসেবক উজ্জল রোগীর বাবা রুহুল আমিনের নিকট থেকে রোগী ভর্তি ফি বাবদ আট টাকার স্থলে পঞ্চাশ টাকা দাবী করলে তিনি সন্তানের অসুস্থতায় কাতর হয়ে এ সময় বিশ টাকা দেয় এতে সেচ্ছাসেবক উজ্জল রোগীর লোকজনের সাথে অসদাচরণ করে। এ সময় উপস্থিত সংবাদকর্মীরা সেচ্ছাসেবক উজ্জলের কাছে হাসপাতালে রোগী ভর্তি ফি অতিরিক্ত নেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে সে কোন সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে  উপসহকারী কমিউনিটি মেডিকেল সহকারী ডা. মাহাবুব আলম এর নিকট মৌখিক অভিযোগ করা হলেও অতিরিক্ত টাকা ফেরতের ব্যাপারে কোন প্রতিকার পাওয়া যায়নি। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দিকে,উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন,হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হওয়ার সময় প্রত্যক রোগীর কাছ থেকে জরুরী বিভাগে নিয়োজিত সেচ্ছসেবকরা অতিরিক্ত ভর্তি ফি ও উৎকোচ আদায় করছে। এ যেন দেখার কেউ নেই। অত্র হাসপাতালে ভর্তিরত রোগী ও তাদের লোকজন জরুরী বিভাগে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবীতে সংশি¬ষ্ট উদ্ধোতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!