পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় এনজিও সংস্থা পল্লীশ্রী নওগাঁ ইউনিটের আয়োজনে উপজেলার বাকরইল উচ্চ বিদ্যালয়ে রবিবার জেন্ডার বৈষম্য নিরষনে সরকার বা আইন নয়, পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাকরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক মহব্বত উল্লাহ, আক্তারুল ইসলাম, মায়া বর্মণ, শাহীনা খাতুন, গোলাম মোস্তফা, নূরে আলম, বিশ্বজিৎ কুমার, খোরশেদ আলম, পল্লীশ্রীর রুবিনা আক্তার প্রমূখ।

আলোচনা সভা শেষে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেন্ডার বৈষম্য নিরষনের সরকার বা আইন নয়, পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা পক্ষে ও বিপক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেন্ডার বৈষম্য নিরষনের সরকার বা আইন নয়, পরিবারের ভূমিকাই প্রধান এর পক্ষে দল যুক্তি খন্ডনের মাধ্যমে বিজয়ী হয়।
