নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ মডেল বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ সাহাকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। ১২ মে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ- বিরামপুর সড়কে তারা ওই কর্মসূচী পালন করে। এরপর তারা উপজেলা চেয়ারম্যানের দ্বারস্থ হলে উপজেলা চেয়ারম্যান মাওঃ নুরে আলম সিদ্দিকি তাদেরকে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এ ছাড়াও শিক্ষক কর্মচারীর ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারক লিপি প্রদান হয়। জানা যায় গত ১১ মে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় বিদ্যালয়ের হিসাব-নিকাশ না দেয়ায়, নিয়মিত কমিটি ভেঙ্গ দেয়ার ষড়যন্ত্র করা, দায়িত্বে অবহেলা ও প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে প্রধান শিক্ষক দিলিপ সাহাকে সাময়িক বরখাস্ত করা হয় যা আজ ১২ মে থেকে কার্যকর হয়েছে। সাময়িক বরখাস্তের চিঠি প্রধান শিক্ষকের হাতে পৌঁছিলে শিক্ষার্থীরা তার প্রতিবাদে তাৎক্ষনিক সড়ক অবরোধ করে এবং উপজেলা চেয়ারম্যানের দ্বারস্থ হয়। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ও থানা আওমীলীগের সাঃ সম্পাদক আতাউর রহমান জানান সরকারী বিধি মোতাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বু ষ্পষ্ট অভিযোগ থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক দিলিপ সাহা জানান অন্যায় ভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।
