ads

সোমবার , ১২ মে ২০১৪ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু : ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ৮:৩৭ অপরাহ্ণ
দোয়ারায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু : ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারায় বজ্রপাতে নাজমা বেগম (৩০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ মে সোমবার ভোরে লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ সময় কালবৈশাখির ঝড়ে লক্ষীপুর গ্রামসহ আশপাশ এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। কয়েকটি বিদ্যালয়, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ী ঝড়ে বিধ্বস্ত হয়। পাশাপাশি প্রচুর গাছপালা ও বোরো ধানের ক্ষতি সাধিত হয়। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, ঝড়ে ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গিরিশ নগর জামে মসজিদ, মামুনপুর জামে মসজিদ, মহব্বতপুর বাজারে আব্দুল হকের রাইছ মিলসহ ক’টি টিনসেডের ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে টিলাগাঁও, টেংরাটিলা, আলীপুর, মহব্বতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে ৪০-৫০টি কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। লন্ডভন্ড হয়েছে বিভিন্ন গ্রামের গাছপালা ও পাকা বোরো ফসল। উপজেলা সদরের টেবলাই, বড়বন্দ, মাইজখলাসহ কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে টেবলাই গ্রামে পল­ী বিদ্যুতের একটি ট্রান্সফরমার পড়ে গেলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান আমীরুল হক জানান, সকালে বয়ে যাওয়া কালবৈশাখির ঝড়ে দেলোয়ার নগর গ্রামের সাদ্দাম হোসেনের বসত ঘরসহ কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ী ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

ছাতকে ৬দিন ধরে নিঁেখাজ কৃষি খামারের ম্যানেজার

Shamol Bangla Ads

ছাতকে কাজল দেবনাথ (৩৬) নামের এক কৃষি খামারের ম্যানেজার ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। গোবিন্দগঞ্জ এলাকার একটি বৃহৎ শাক-সবজি খামারের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তিনি। জানা যায়, গত ৭মে সন্ধ্যায় একটি ট্রাক বোঝাই করে খামারের সবজি নিয়ে তিনি ঢাকার কাওরানবাজারে বিক্রি করেন। সবজি বিক্রি করে টাকা ব্যাংকের মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দিয়ে তিনি সিলেটের উদ্দেশ্যে বাসে উঠেন। ৮মে সকাল সোয়া ১১টায় সিলেট শহরের সোবহানীঘাট এলাকায় পৌঁছে তার ব্যবহৃত মোবাইল ফোনে মালিকের সাথে কথা বলেন এবং কিছুক্ষনের মধ্যে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা বলেন তিনি। এরপর থেকে কাজল দেবনাথের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সে গোবিন্দগঞ্জে ফিরে না আসায় সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে কৃষি খামারের মালিক দিঘলী-চাকলপাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র আবদুর রহিম জুয়েল সিলেট কোতয়ালী মডেল থানায় ১০মে একটি জিডি (নং-৬১৭) করেন। কাজল দেবনাথ বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও-পলাশ গ্রামের রবিন্দ্র দেবনাথের পুত্র। দীর্ঘ প্রায় ৬মাস যাবৎ এ কৃষি খামারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ছাতকে দুটি অনটেস্ট ফোরষ্ট্রোক চুরি

ছাতকে বাড়ির গেরেজ থেকে দুটি অনটেস্ট নতুন ফোরষ্ট্রোক চুরি হয়ে গেছে। রোববার রাতে ছাতক সদর ইউনিয়নের মলি­কপুর গ্রামের হাজী গোলাম রব্বানীর পুত্র ফয়ছল আহমদের বাড়ি থেকে ফোরষ্ট্রোক দুটি চুরি হয়। স¤প্রতি ফয়ছল মিয়া ৯লক্ষ টাকা দিয়ে দুটি নতুন ফোরষ্ট্রোক ক্রয় করেন। নাম্বার না পড়া ফোরষ্ট্রোক দুটি ছাতক-দোহালিয়া-বান্দরবাজার সড়কে চলাচল করছে। প্রতিদিনের মতো ফোরষ্ট্রোক দুটি বাড়ির নিজ গেরেজে তালাবদ্ধ করে রাখা হয়। চোরেরা গেরেজের তালা ভেঙ্গে ফোরষ্ট্রোক দুটি চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!