তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব ‘মা দিবস’ পালন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঘিলাতলী গ্রামের ৫ চিকিত্সক। তাদের মা কাজী খাদিজা বেগম ২০০৮ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমান বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে) তত্কালীন তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদের কাছ থেকে জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মায়ের সম্মাননা গ্রহণ করেন। প্রতি বছর এই মধ্যবিত্ত পরিবারের রত্নগর্ভা মায়ের চিকিত্সক সহ অন্যান্য সন্তানেরা পারিবারিকভাবে মা দিবস পালন করে আসছেন। গতকাল এই মাকে ঘিরে পারিবারিক মিলনমেলা, মায়ের হাতে খাবো, মাকে ফুলেল শুভেচ্ছা ও কদমবুচি জানানো, উপহার প্রদান, র্যাফেল ড্র ইত্যাদি আনন্দঘন উত্সবের মধ্য দিয়ে তারা মা দিবস পালন করেন। তাদের মধ্যে রয়েছেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, ইষ্টার্ণ মেডিকেল কলেজের চর্ম বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান সিদ্দিকী, কুমিল্লা সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ খলিলুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্লাষ্টিক সার্জারী বিভাগের চিকিত্সক ডা. মোঃ আশিকুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিত্সক ডা. ফারজানা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে ৫ চিকিত্সকের বাবা আলহাজ্ব মোঃ আনোয়ারুল আজিম সিদ্দিকীসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
