হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্টান স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়। এ উপলক্ষে গতকাল রোববার (১১ এপ্রিল) সকালে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব আলী। বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান নরুল আমিন পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ জেড এম বদরুল হাসান,অধ্যক্ষ নাজিম উদ্দিন,অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান, অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা প্রমূখ। এ সময় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে প্রধান,শিক্ষা প্রতিষ্টান প্রধান,জন প্রতিনিধি,সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি আগামীকাল সোমবার নেত্রকোনা জেলার মদন উপজেলায় যোগদানের কথা রয়েছে বলে ইউএনও অফিস সূত্রে জানাযায়।
