সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। “ মা দিবসের অঙ্গীকার, শিশু মা নয় আর” এই প্রতিপাদ্য নিয়ে মা দিবস উপলক্ষে ১১ মে রবিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাত রাশেদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানআরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, নারী ক্ষমতায়ন কর্মসূচী সিংড়ার রাশেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মহিলা সদস্যরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
