ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে মাত্র ৯ বছরের একটি শিশু জন্ম থেকেই ভাত না খেয়ে স্বাভাবিক জীবন-যান করে আসছে বলে জানা গেছে। সরজমিনে জানা গেছে, উপজেলার মুসলিমনগর (মোহাম্মাদপুর) গ্রামের মাদ্রাসা শিক্ষক তরিকুল ইসলামের শিশু সন্তান জহুরুল ইসলাম তুহিন জন্ম থেকেই ভাত না খেয়ে দিব্যি জীবন-যাপন করছে। তুহিনের মায়ের নিকট তার ব্যাপারে অলৌকিক ঘটনার কথা জানতে চাইলে বলেন, ছোট্ট বেলায় ১/২ বার ভাত খিলাতে পেরেছি, আর তুহিনকে ভাত খাওয়াতে পারিনি। যদি কোন সময়ে গোপনে তাঁকে ভাত দেয়া হয়, তাহলে সে বুঝে ফেলে ভাতের কথা। আরেকদিন তুহিনকে রুটি কেতে দিলে অর্ধেক রুটি সে খায় আর পরক্ষনেই বাকী রুটিটি গায়েব হয়ে যায়। এখন পর্যন্ত আমার ছেলে ভাত বাদে অন্য সকল কিছুই খাওয়া-দাওয়া করে। তুহিনকে সরাসরি দেখে মনেই হয়না সে দীর্ঘ ৯ বছর ধরে ভাত খায় না।
