নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিশ্বব্যাপী শিক্ষা অভিযানের অংশ হিসেবে “গ্লোবাল অ্যাকশন সপ্তাহ -২০১৪” উদযাপনে মানববন্ধন র্যালী, আলোচনা সভা, উঠান বৈঠক, সাংকৃস্কিতিক অনুষ্ঠান, স্মারকলিপি প্রদান ও শিশু-কিশোর সমাবেশের মধ্য দিয়ে ৭দিন ব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। গতকাল শনিবার সকালে নরসিংদীর চরাঞ্চলীয় নজরপুর ইউনিয়নের কালাইগবিন্দপুরে সংস্থার স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সিভিল সোসাইটি এডুকেশন ফান্ড (সিএসইএফ), ইউকে-এইড এবং জিসিই’র সহযোগিতায় বিশ্ব ব্যাপি শিক্ষা আন্দোলনের অংশহিসেবে স্থানীয় পর্যায়ে এমডিএস ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপি কর্মসূচী পালিত হয়। এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম এর সভাপতিত্বে শিশু-কিশোর সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আরিফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সুপারভাইজার রাজিয়া বেগম, শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ মামুন উর রশিদ(মামুন) সহ এলাকা গনমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। গত ৪ থেকে ১০ মে-২০১৪ পর্যন্ত সপ্তাহ ব্যাপি কর্মসূচির মাঝে তৃণমূলে উঠান বৈঠক, অভিভাবক সভা, শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও এসএমসি সভা, সমাবেশ, জেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচী ছাড়াও জিও-এনজিও, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, শিশু, কিশোর-কিশোরী সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক আলোচনা সভাসহ শিক্ষা সচেতনতামূলক কর্মসূচী অনুিষ্ঠত হয়েছে।
