সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্মীতলা উপজেলায় কুপে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে বেঁচে গেলেন নিলুফা বেগম নামের এক গৃহবধু।
জানা গেছে, উপজেলার দিবর ইউপির বনগ্রামের জৈনক আব্দুররব এর স্ত্রী এক সন্তানের জননী মোসাঃ নিলুফা বেগম(৩০) শনিবার দিবাগত রাত ১০টার দিকে সবার অজান্তে বাড়ীর পাশের একটি কুপে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। কুপে ঝাঁপ দেয়ার পর তার আত্ম চিৎকারে টের পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে কুপ থেকে তোলার চেষ্টা চালায়। এ সময় গৃহবধু কুপের মুখবরাবর এসে রশি ছিড়ে আবারো কুপের মধ্যে পড়ে যায়। এসময় কুপের রিং এ বাড়ী খেয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে অনেক কষ্ট করে রাত্রি ১২টার দিকে তাকে কুপ থেকে তুলে তৎক্ষনাত সাপাহার হাসপাতালে ভর্র্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীনাবস্থায় রয়েছে। দীর্ঘ দিন থেকে সে পেটের টিউমার অপারেশনের পর বিভিন্ন অসুখ ও মানসিক যন্ত্রনায় ভূগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
